পহেলা ফাল্গুন ২০২৩ কবে, ইংরেজি কত তারিখে? বসন্ত উৎসব ২০২৩ তারিখ, ছবি, পিকচার, SMS, শুভেচ্ছা

পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর প্রকৃতিতে বসন্ত আসে। ফাল্গুন-চৈত্র বসন্তকাল। এ সময় প্রকৃতি ফুলে ফুলে ভরে ওঠে।

২০২৩ সালে যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হবে বসন্ত উৎসব। বাংলা ক্যালেন্ডার সংশোধনীর ফলে এখন থেকে 13 ফেব্রুয়ারি এর পরিবর্তে 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন হিসেবে উদযাপন করা হবে।

বাংলা ক্যালেন্ডার সংশোধনী বিষয়ে জানতে চাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাসের দিন ও তারিখ এর সাথে বাংলা তারিখ এর সামঞ্জস্য বিধান করার জন্যই পরিবর্তন আনা হয়েছে।

পহেলা ফাল্গুন উদযাপনের জন্য সংস্কৃতি বিষয়ক প্রতিটি প্রতিস্থান পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে বসন্ত বরণের গান, নৃত্য এবং চমৎকার সব আয়োজন। এদিন কিশোরীরা মাথায় ফুলের মুকুট পরে।

অনেককেই রঙ বেরঙের শাড়ি পরতে দেখা যায়। বাঙালি বসন্ত উৎসবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে একটি গান আর তা হলো, ” ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।”

পহেলা ফাল্গুন ইংরেজি কত তারিখে? বাংলাদেশের সরকারি ক্যালেন্ডার মোতাবেক পহেলা ফাল্গুন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন বসন্ত উৎসব একই দিন এবং তারিখে।

১লা ফাল্গুন ২০২১ ইংরেজি ক্যালেন্ডার বা দিনপঞ্জি মোতাবেক ১৪ তারিখ। অর্থাৎ বিগত দিনে যারা পহেলা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি তারিখে উদযাপন করে আসছিল তাদেরকে নতুন ভাবে 14 ফেব্রুয়ারি তারিখে বসন্তকে বরণ করে নিতে হবে।

পাঠকদের জন্য আমাদের ওয়েবসাইটে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা, এসএমএস, কবিতা ও পিকচার প্রকাশ করা হয়েছে। আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চমৎকার সব শুভেচ্ছা।

আরো পড়ুন: পহেলা ফাল্গুন ২০২৩ ছবি, শুভেচ্ছা বার্তা, ছন্দ, কবিতা ও SMS

এছাড়াও যারা বসন্ত উৎসবে চমৎকার সব ছবি সংগ্রহ করতে চান তারা এখান থেকে তা অনায়াসে করতে পারবেন।

আপনাদের কথা বিবেচনা করে এখানে পহেলা বসন্ত বা বসন্ত বরণ উৎসবকে কেন্দ্র করে ফেসবুকে দেওয়ার জন্য অসংখ্য স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে। সেখান থেকে আপনাদের মনের মত স্ট্যাটাস বেছে নিয়ে তা ফেসবুকে ছবিসহ পোস্ট করতে পারবেন।

প্রতিটি বাঙালির উৎসব যথাযথভাবে বসন্তকে বরণ করে নেওয়া। কারণ পহেলা ফাল্গুন উদযাপনের জন্য অবশ্যই আরো একটি বছর অপেক্ষা করতে হবে। এত সুন্দর আয়োজন এর সঙ্গী হতে না পারলে স্মৃতির পাতায় কিছুই থাকবে না ভবিষ্যতের জন্য।

ধরণী আজ উঠিছে সাজি

মনের দক্ষিণ দার খুলে দেবো আজি

মাতাল হবো সুখে আজকে অনন্ত

সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

 

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর

তুমি আর আমি ঘুরবো সারা দুপুর

বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়

ভালোবাসার এটাই তো সেরা সময়।

 

বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে

মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।

 

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

শান বাধানো ফুটপাতে

পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ

কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।


Posted

in

by

Tags: