হারিয়ে গেলে কষ্ট পাবো লিরিক্স Hariye Gele Kosto Pabo Lyrics By Tanjib Sarowar & Puja

হারিয়ে গেলে কষ্ট পাবো 2021 সালের সুপারহিট একটি গান। গানটি গেয়েছেন বাংলাদেশের তরুণদের হৃদয়ের গহীনে জায়গা করে নেওয়া কণ্ঠশিল্পী তাঞ্জিব সারওয়ার এবং পূজা। সুপারহিট এই গানটি রিলিজ হয়েছে ফেব্রুয়ারি 13 তারিখে।
বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটিকে রিলিজ দেওয়া হয়েছে সেন্ট্রাল মিউজিক এন্ড ভিডিও এর ব্যানারে। গানটি প্রকাশ হওয়ার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই প্রায় 30 হাজার বার ইউটিউবে দেখা হয়েছে গানটি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত(14 ফেব্রুয়ারি রাত ১০.৩০ মিনিট) দেড় হাজারের বেশি মানুষ গানটি লাইক করেছে। আশা করা যাচ্ছে ডুবে ডুবে ভালোবাসি গানের মতোই জনপ্রিয়তা অর্জন করবে এই গানটি।
তানজিব সারোয়ার এর একজন ভক্ত মেহরাব হোসেন তানজিব সারোয়ারের ব্যাপারে কিছু চমকপ্রদ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তার মতে, গুণী এই শিল্পীর গান মানেই দর্শকদের মন জয় করে না। খুব অল্প সময়ের মধ্যেই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করেন তিনি।
Song Information:
Song : Hariye Gele Kosto Pabo – হারিয়ে গেলে কষ্ট পাবো
Singer : Tanjib and Puja
Lyric and Tune: Tanjib Sarowar
Music: Sajid Sarker
Label: Central Music and Video [CMV]
Released Date: 13-02-2021
Hariye Gele Kosto Pabo Lyrics By Tanjib Sarowar & Puja
তানজিব সারোয়ার ও পূজার গাওয়া হারিয়ে গেলে কষ্ট পাবো গানের কথা নিচে তুলে ধরা হলো।
হারিয়ে গেলে কষ্ট পাবো গানের কথা
বন্ধুর মায়া হারায় না