শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন ২০২৩ Eksheba Gov BD Scholarship Registration 2023

শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। Eksheba gov bd scholarship ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্বিতীয় দফায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকার গরীব দুস্থ সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। উক্ত বৃত্তিকে শিক্ষাবৃত্তি ২০২৩ নামে অভিহিত করা হচ্ছে।

আপনি কি শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী? তাহলে এ লেখাটি আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এটি পড়ার মাধ্যমে জানতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করতে হবে।

উপবৃত্তির জন্য আবেদন ২০২৩

প্রথমে জানুয়ারি মাসে যখন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন জানানো হয় ফেব্রুয়ারি ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। কিন্তু পর্যাপ্ত সংখ্যক আবেদন জমা না হওয়ার কারণে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল।

প্রথম দফায় যে বৃদ্ধি করা হয়েছিল তাতে মার্চ ৭, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করার কথা ছিল।

তবে বেশ কিছুদিন ওয়েবসাইটের সার্ভার যথাযথভাবে সক্রিয় ছিল না। সেজন্য ছাত্রছাত্রী অনলাইনে আবেদন করতে ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ বাংলাদেশ সরকার পুনরায় আবেদনের সময়সীমা ৭ দিন বৃদ্ধি করেছে।

এখানে ক্লিক করে আবেদন করুন

সরকারি বৃত্তি ২০২৩ আবেদনের সময়সীমা

আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নিচের তালিকা থেকে দেখে নেয়া যাক কত দিনের মধ্যে আবেদন করা যাবে তার বিস্তারিত তথ্য।

সরকারি বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছিল জানুয়ারি ১৮, ২০২৩ তারিখে।

অনলাইনে আবেদন শুরু হয় ফেব্রুয়ারি ১, ২০২৩ তারিখে।

প্রথম দফা আবেদনের শেষ সময় ছিল ফেব্রুয়ারি ২৮, ২০২৩

দ্বিতীয় দফায় আবেদনের শেষ সময় মার্চ ৭, ২০২৩।

চূড়ান্ত আবেদনের শেষ সময় মার্চ ১৫, ২০২৩।

অনলাইনে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে

সফলভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন। এর মধ্যে একটি না থাকলে আবেদন গৃহীত হবে না।

সরকারি উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে যে সমস্ত জিনিস গুলো লাগবে তার তালিকা নিম্নরূপ

১/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার

২/ ছাত্র-ছাত্রীর জন্ম নিবন্ধন এর নম্বর

৩/ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র

৪/ সক্রিয় নগদ একাউন্ট

কারো যদি নগদ একাউন্ট না থাকে সে ক্ষেত্রে একাউন্ট খুলে আবেদন করতে হবে।

সবার আগে আবেদন করতে অবশ্যই এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

সরকারি উপবৃত্তি/শিক্ষাবৃত্তি ২০২৩ কাদের জন্য বা কারা পাবে

অনেকের মনে প্রশ্ন জেগেছে সরকারি শিক্ষা বৃত্তি কারা পাবে। এ প্রশ্নের উত্তর জানার জন্য প্রতিদিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতশত ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় হতে ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হতে নিষেধ করা হয়েছে।

চলুন দেখে নেয়া যাক সরকারি উপবৃত্তি বা শিক্ষাবৃত্তি কাদের জন্য।

১/ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়ন আসবাবপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করার জন্য আবেদন করতে পারবে।

২/ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীগণ যারা দুরারোগ্য ব্যাধি বা দুর্ঘটনায় আক্রান্ত তারা আবেদন করতে পারবে।

৩/ বেসরকারি এমপিওভুক্ত বা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবগ্রস্ত, দুর্ঘটনায় আক্রান্ত বা রোগা গ্রস্থ মেধাবী ছাত্র ছাত্রী বৃন্দ আবেদন করতে পারবে।

প্রতিটি ক্ষেত্রে অনগ্রসর এলাকাকে প্রাধান্য দেয়া হবে। সে ক্ষেত্রে শিক্ষার মান ভালো সে সকল এলাকার প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এগিয়ে থাকবে।

কিভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে

বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সে জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে একজন আগ্রহী ব্যক্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

১/ প্রথমে নির্ধারিত ওয়েবসাইট আমার সরকার My Gov BD এর অফিশিয়াল ঠিকানা https://Eksheba.gov.bd/service ভিজিট করতে হবে।

২/ এরপর User Registration বাটনে ক্লিক করতে হবে। তাহলে ছাত্র-ছাত্রী বা শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার অপশন আসবে।

আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান জন্য আবেদন করেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।

আর ছাত্র-ছাত্রীর জন্য আবেদন করলে ব্যক্তি সিলেক্ট করতে হবে।

৩/ নিজের নাম এবং ফোন নাম্বার যথাযথ ভাবে লিখতে হবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একটি কনফার্মেশন কোড বা OTP (One Time Password) দেওয়া হবে যা উক্ত ওয়েবসাইটে সঠিক ভাবে লিখতে হবে।

৪/ সবশেষে নাম ঠিকানা এবং প্রয়োজনীয় সকল তথ্য প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করে আবেদন করুন

শিক্ষাবৃত্তি ২০২৩ আবেদনপত্র ডাউনলোড

অনেকেই মনে করেন অনলাইনে থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সহজে পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। কিন্তু এরকম কোন অপশন রাখা হয়নি। আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে বৃত্তির জন্য অপেক্ষা করতে হবে।

সরকারি উপবৃত্তি ২০২৩

আপনারা জানেন বর্তমান সরকার উপবৃত্তি দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আপনি যদি এ ব্যাপারে আগ্রহী হন তাহলে এখনি আবেদন করুন। কারণ আবেদন করার সময় ফুরিয়ে যাচ্ছে।

আপনারা এখানে আরো নিচের বিষয়গুলো পাবেন

Eksheba উপবৃত্তি ২০২৩

Eksheba Gov BD Scholarship Registration 2023

https eksheba gov bd login
eksheba gov bd scholarship 2023
eksheba gov bd users registration
eksheba gov bd registration
uddokta eksheba gov bd login
eksheba gov bd services
eksheba gov bd apply
eksheba gov bd application

eksheba scholarship 2023
eksheba gov bd scholarship 2023 class 6 bachelor degree ]:
eksheba gov bd scholarship application 2023
eksheba gov bd scholarship login
eksheba gov bd scholarship application form
eksheba gov bd scholarship 2023 10000 scholarship https eksheba gov bd services
eksheba gov bd scholarship registration
eksheba gov bd scholarship apply


Posted

in

by

Tags: