Degree 2nd Year Bangla Suggestion 2022 PDF বাংলা জাতীয় ভাষা, ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা সাজেশন ২০২১, বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয় কোড ১৩১০০১
Degree Bangla Suggestion
Degree 2nd Year Suggestion 2022 PDF Download
ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১/ ঐকতান শব্দের অর্থ কি?
২/ বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
৩/ নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে? এটি কোন কবিতার চরণ?
৪/ টেকচাঁদী বাঙ্গালা কি?
৫/ বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?
৬/ রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের লেখক কে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে?
৭/ একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল?
৮/ ক্ষেন্তি কি রোগে মৃত্যুবরণ করে?
৯/ কলিমন কে?
১০/ গুরুচণ্ডালী দোষ কি?
১১/ আইঁ ন যাইয়্যুম আঞ্চলিক ভাষারীতির প্রমিত বাংলা রূপ লেখ।
১২/ শুদ্ধ বানান লেখ: উচ্ছ্বাস, সাক্ষরতা, আকাঙ্ক্ষা, শাশ্বত।
১৩/ ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
১৪/ বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?
১৫/ ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে?
১৬/ জন ব্রাইট কে?
১৭/ রাজবন্দীর জবানবন্দী কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন?
১৮/ প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন?
১৯/ সুরবালার স্বামীর নাম কি?
২০/ আত্মজা শব্দের অর্থ কি?
২১/ কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
২২/ চৈতি কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
২৩/ ষত্ব বিধি কাকে বলে?
২৪/ আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন?
২৫/ চৈতী হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন?
২৬/ ঐকতান শব্দের অর্থ কি?
২৭/ আঙ্গিক বিচারে সোনালী কাবিন 5 কোন ধরনের কবিতা?
২৮/ বিষয় অনুসারেই রচনায় ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত উক্তিটি কার?
২৯/ হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ?
৩০/ সভ্যতার সংকট প্রবন্ধের রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাদের দায়ী করেছেন?
৩১/ বাংলার জাগরণ প্রবন্ধের কাকে মানব প্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?
৩২/ একরাত্রি গল্পের নায়িকার নাম কি!
৩৩/ পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
৩৪/ হুজুর কেবলার প্রধান খলিফা কে?
৩৫/ নয়নচারা গল্পে উল্লিখিত নদীটির নাম কি?
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কোভিদ মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।
কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতা একইভাবে বিরহ প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।
হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধের কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে লিখ।
যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের যৌবন এর পার্থক্য নির্দেশ করো।
“নয়নচারা গাঁয়ে কি মায়ের বাড়ি?” কে, কাকে এবং কেন এ কথা বলেছিল?
“মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে।” কি প্রকারে? সংক্ষেপে লিখ।
রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলোচনা করো।
“বার বার ফিরে আসে” কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লেখ।
বিষয় অনুসারেই রচনায় ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত ‘ বলতে লেখক কি বুঝিয়েছেন সংক্ষেপে লিখ।
ধার্মিক আর কালচার্ড মানুষের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো।
এমদাদ এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা করো।
বাংলা বানানে ই কার ব্যবহারের চারটি নিয়ম লেখ।
আত্মবিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের আশাহত হৃদয়ের পরিচয় দাও।
কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনার উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছেন?
“মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব” ব্যাখ্যা করো।
অভাব-অনটনে হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী উক্তিটির সত্যতা বিচার করো।
ওগুলো কাল নয়তো, যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে। ব্যাখ্যা করো।
বাংলা একাডেমিক প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।
বাংলায় অনুবাদ করো:
Our total environment influences our life and our way of living. The main elements of our human environment are men, animals, plants, soil, air and water. There are relationships between these elements. When these relationships are disturbed, life becomes difficult or impossible.
Truthfulness is the greatest of all virtues in a man’s life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depend on it. It enables one’s character and gives one a high position in society.
Man is the architect of his own fortune. If he makes a proper division of time and does his duties accordingly he is sure to improve and prosper in life. But if he does otherwise, he is sure to repent when it is too late and he will have to drag a measurable existent from day to day.
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা সাজেশন ২০২১